ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা বীরদের প্রেরণায় সেনাবাহিনী আজ সফল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
মুক্তিযোদ্ধা বীরদের প্রেরণায় সেনাবাহিনী আজ সফল ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা সেনানিবাস থেকে: মুক্তিযুদ্ধে নিজেকে উৎসর্গকারী প্রত্যেকেই বীর এবং তাদের প্রতি সেনাবাহিনীর কৃতজ্ঞতা আজীবনের- বলেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা বীরদের প্রেরণা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ সফল।


 
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত ২৩ বীরের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সেনাসদর।

এতে প্রতি বছরের মতো এবারও মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য খেতাবপ্রাপ্ত ২৩ বীরকে সংবর্ধনা দেওয়া হয়। ৩ বীরশ্রেষ্ঠ, ৩ বীরউত্তম, ৬ বীরবিক্রম এবং ১১ বীরপ্রতীক ও তাদের স্বজনদের হাতে উপহার তুলে দেন সেনাপ্রধান।
 
২৩ বীরের প্রত্যেককে ১০ হাজার টাকার প্রাইজবন্ড ও খেতাব অনুসারে নগদ টাকা প্রদান করেন তিনি। প্রত্যেক বীরশ্রেষ্ঠকে ২৫ হাজার টাকা, বীরউত্তমকে ২০ হাজার টাকা, বীরবিক্রমকে ১৫ হাজার টাকা এবং বীরপ্রতীককে ১২ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  
 
অনুষ্ঠানে বীরপ্রতীক লে. মো. শামসুল আলম (অব.), বীরপ্রতীক মেজর জেনারেল সায়ীদ আহমেদ (অব.), বীরউত্তম মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ (অব.), বীরবিক্রম অনারারি ক্যাপ্টেন আবদুল হক ভুইয়া (অব.), বীরপ্রতীক সিনিয়র ওয়া. অফি. শহিদুল হক ভুইয়া (অব.), বীরবিক্রম সার্জেন্ট আব্দুল বারেক (অব.), বীরপ্রতীক কর্পোরাল আব্দুল কুদ্দুছ (অব.) সশরীরে উপস্থিত ছিলেন।

সশরীরে উপস্থিত ৭ বীরের সঙ্গে হাত মিলিয়ে শ্রদ্ধা ও সাধুবাদ জানান সেনাপ্রধান।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরসহ বাকি ১৫ জন বীরের স্বজনরা উপস্থিত ছিলেন। উপস্থিত থাকতে পারেননি বীরবিক্রম মরহুম ওয়া. অফি. আব্দুল হকের স্বজনরা। তার উপহারটি স্বজনদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।   
 
সেনাপ্রধান বলেন, স্বাধীন দেশ যাদের অবদানে, সেই বীরদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আজীবন কৃতজ্ঞ। বাহিনীর প্রতিটি সদস্য সেই উদ্দীপনা নিয়ে দেশের জন্য প্রাণ দিতে সদাপ্রস্তুত।

দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে, বলেন তিনি।
 
শফিউল হক বলেন, শুধু দেশে নয় বাংলাদেশ সেনাবাহিনী, বিদেশেও সুনাম ও আস্থা কুড়িয়েছে। স্বাধীনতার গৌরবময় ইতিহাস বাহিনীর সদস্যদের মনে সব সময় থাকে, তাই তারা উদ্দীপ্ত থাকেন।

দেশে-বিদেশে দায়িত্বরত সেনাসদস্য ও তাদের পরিবারের প্রতি শুভ কামনা জানান তিনি।
 
বীরদের স্বজনদের সঙ্গে আলাপকালে কারও কোনো সমস্যা আছে কি-না, জানতে চান তিনি । যেকোনো প্রয়োজনে বা অসুবিধায় সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও তিনি জানান।
 
সকালে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে এসব বীরের বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
 
অনুষ্ঠানে সেনা সদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসকেএস/আরএম/এএসআর

** খেতাবপ্রাপ্ত ২৩ বীর সেনার সংবর্ধনা চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।