ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান তুষ্টিকে নির্যাতনের ঘটনায় স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে করা মামলা কোর্ট মার্শালে বিচারের জন্য নথি চেয়ে সেনাবাহিনীর দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
একইসঙ্গে বিচারিক আদালতে চলা মামলার কার্যক্রমও স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের আবেদন খারিজ করে সোমবার (২৩ নভেম্বর) এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী তুষ্টিকে যৌতুকের দাবিতে নির্যারতনের অভিযোগে স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে গত ২ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা হয়।
তুষ্টির পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক বাংলানিউজকে বলেন, টাঙ্গাইলে এ মামলার বিচার কাজ চলা অবস্থায় সেনা সদর দফতরের এরিয়া কমান্ডার (লজিস্টিকস) মেজর জেনারেল মিজানুর রহমান খান গত ১১ মে এ বিষয়ে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি চিঠি দেন।
চিঠিতে বলা হয়, কোর্ট মার্শালে নাজির উদ্দিনের বিচার করতে মামলার নথির প্রয়োজন।
আইনজীবী আরো বলেন, এ চিঠির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন তুষ্টির বাবা নূরুল ইসলাম। আবেদনে বলা হয়, বিশেষ আইনে করা কোনো অপরাধের বিচার কেবল ওই বিশেষ আইনেই হবে। সাধারণ আইনে মামলা হলে কোর্ট মার্শালে বিচার হতে পারতো।
১২ আগস্ট তুষ্টির বাবার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সেনা সদরের চিঠির কার্যক্রম এবং মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করে আদেশ দেন।
এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ তা খারিজ করে দেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩,২০১৫
ইএস/এএসআর