ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোলাম আকবর চৌধুরীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
গোলাম আকবর চৌধুরীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক গোলাম আকবর চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্ননিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল মজিদ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, গোলাম আকবর চৌধুরী দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা পৌনে ১১টার দিকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) মৃত্যুবরণ করেন। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।

বিশিষ্ট কলামিস্ট ও সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলী আকবরের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নিলুফার জাফরউল্লাহ, ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছে।

প্রধানমন্ত্রীর শোক

আলী আকবরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, মরহুম গোলাম আকবর চৌধুরী ছিলেন জাতির পিতার অত্যন্ত ঘনিষ্ট। বায়ান্ন’র ভাষা আন্দোলনে তাঁর সভাপতিত্বে চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সপরিবারে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রকৃত শুভাকাঙ্খী হিসাবে তিনি সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর আমার স্বদেশ প্রত্যাবর্তনকালীন সময়েও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক নাগরিককে হারালো। ব্যক্তিগতভাবে আমি একজন সুহৃদকে হারালাম।

প্রধানমন্ত্রী মরহুম গোলাম আকবর চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এজেডএস/আইএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।