ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরতালে ফরিদপুরে জনজীবন স্বাভাবিক, আ’লীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
হরতালে ফরিদপুরে জনজীবন স্বাভাবিক, আ’লীগের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার (২৩ নভেম্বর) সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ফরিদপুরে কোনো প্রভাব পড়েনি।

সকাল থেকেই শহরে সব ধরনের যানবাহন চলছে।

জেলার সব মার্কেট, দোকান-পাট, অফিস-আদালত খুলেছে। মাঠে নেই জামায়াত-শিবির নেতাকর্মীরা। এছাড়া মহাসড়কেও চলতে দেখা গেছে দূরপাল্লার বাস।
 
এদিকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের জনতা ব্যাংক মোড় থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ, যুবলীগ নেতা এম আর হক, আবু নাঈম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।