ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিবাসীদের অধিকার সংরক্ষণে সংসদে বিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আদিবাসীদের অধিকার সংরক্ষণে সংসদে বিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আদিবাসী গোষ্ঠীগুলোর নিরাপত্তা ও অধিকার সংরক্ষণে সংসদে একটি বিল জমা দিচ্ছে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস।
 
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রেসব্রিফিং একথা জানান আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।



এসময় উপস্থিত ছিলেন, ককাসের সদস্য টিপু সুলতান এমপি, মোস্তফা লুৎফুল্লাহ এমপি, কবি কাজী রোজী এমপি, মো. ইয়াসিন আলী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।
 
বাদশা বলেন, আজ আমরা বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত  প্রস্তাব ও বিল সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে দু’টি আলাদা বিল জমা দেবো। এর একটি আদিবাসী গোষ্ঠীগুলোর নিরাপত্তা বিধান ও অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে আনীত ‘আদিবাসী অধিকার আইন, ২০১৫’। অন্যটি ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার আইন, ২০১৫’।
 
তিনি বলেন, বিলটি আইনে পরিণত হলে আদিবাসী নৃ-গোষ্ঠী তাদের অধিকার ফিরে পাবে। তাদের একটি শক্ত আইনি কাঠামো তৈরি হবে।

আদিবাসী নৃ-গোষ্ঠীর মতামতের ভিত্তিতেই বিলটি আনা হয়েছে বলেও জানান তিনি।
 
এসময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, হয় বিলটি সংসদ গ্রহণ করবে, না হয় আদিবাসীদের আন্দোলনের কর্মসূচিতে পরিণত হবে।

একই সঙ্গে সংসদ বিল গ্রহণ না করলে আদিবাসীদের রাজপথে সংগ্রাম চালানোর আহ্বান জানান তিনি।
 
বাদশা বলেন, আদিবাসী শব্দটি সংবিধানে পরিহার করা হয়েছে। আমরা চাই আদিবাসী শব্দ সংবিধানে যুক্ত করা হোক। যদিও এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। অন্তত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দ দিয়ে হলেও বিলটি আসা দরকার। তাই আমরা দুই নামে দুটি বিল জমা দেবো।

সংসদীয় ককাসের সদস্য ছাড়াও অন্য সংসদ সদস্যদেরও এই বিল আনার আহ্বান করেন সংসদ সদস্য বাদশা।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।