ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, নভেম্বর ২৩, ২০১৫
কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় লেগুনার ধাক্কায় মহসিন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের করুনানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি হাজিরহাট জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকায় রাস্তা পারাপার হতে গেলে একটি লেগুনা মহসিন মোল্লাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) সুজন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।