ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাল্যবিয়ে পড়ানোর দায়ে আব্দুল্লাহ্ (২৫) নামে এক কাজীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমাবর (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ দণ্ড দেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেঘরী পান্তাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে একই উপজেলার ফতেপুর গ্রামের আব্দুর রহমানের (১৩) মেয়ে ও জীবননেছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর রেজিষ্ট্রি বিহীন বিয়ে পড়ানো হয়। এ খবরের ভিত্তিতে কাজী আব্দুল্লাহকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ