ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি রাজশাহীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, নভেম্বর ২৩, ২০১৫
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি রাজশাহীতে

রাজশাহী: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদ ও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাদের এ কর্মসূচি পালিত হয়।

রাজপাড়া থানা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি কুমারপাড়া এলাকা থেকে বের হয়ে সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

এরপর সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন, দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি আজ কলঙ্কমুক্ত। এই ঘটনা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় বাংলাদেশ থেকে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।