ঢাকা: এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নুরে আলম ও ক্যামেরা পারসন দিদার আলমের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শাহবাগ মোড়ে দুই সাংবাদিক পুলিশ চেকপোষ্ট নিয়ন্ত্রণের ছবি ধারণ করতে গেলে সাভার থানার শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মশিউর রহমানের লাঞ্ছিতের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, সাগর-রুনি ও হত্যার শিকার অন্য সাংবাদিকের হত্যার বিচার না হওয়ার কারণে সাংবাদিকদের ওপর হামলা দিনদিন বেড়েই চলেছে। এ অবস্থা বিরাজমান থাকলে এবং হামলাকারীদের শাস্তি দিতে না পারলে সাংবাদিকরা নিরাপত্ত্বাহীনতায় ভুগবে। স্বাধীন গণমাধ্যম বলতে আর কিছুই থাকবে না।
এসময় এশিয়ান টিভির দুই সাংবাদিককের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান নেতারা।
টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সভাপতি হারুন অর রশিদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআইকে/বিএস