আশুলিয়া(ঢাকা): শ্রমিকদের বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় ফ্যাশন ক্রাফট নীট ওয়্যার গার্মেন্টস ফ্যাক্টরী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ফ্যাক্টরীর মুল ফটকে নোটিশ টাঙিয়ে বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, পাঁচ দফা দাবিতে ফ্যাশন ক্রাফট নীট ওয়্যারের পাঁচ শতাধিক শ্রমিক গতকাল কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। পরে মালিক পক্ষ কোনো সমাধান না করায় সকালে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে অনির্দিষ্ট কালের বন্ধের নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেস্বর ২৩, ২০১৫
বিএস