ঢাকা: বাংলাদেশে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন।
আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ০৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, ফেনী ও চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান বিষয়টি জানান।
লিখিত বক্তব্যে তিনি জানান, প্রথম দু’দিন ২৫ ও ২৬ নভেম্বর, শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা ভবনে প্রতিদিন সাড়ে ৫টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২৫ নভেম্বর প্রথম পর্বে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও ২৬ নভেম্বর প্রধান অতিথি থাকবেন শিল্পী, লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী।
২৭ নভেম্বর ফেনীর শিল্পকলা একাডেমিতে ৪টায় ও ২৮ নভেম্বর চট্টগ্রামের ডিসি হিলের নজরুল স্কয়ারে বিকেল ৩টায় সম্মেলন শুরু হবে।
চট্টগ্রামে সম্মেলন উদ্ধোধন করবেন নজরুলের নাতনি খিলখিল কাজী, সুবর্ণ কাজী ও জেলা প্রশাসক। এছাড়া সিটি মেয়র আ জ ম নাছিরও উপস্থিত থাকবেন।
অন্যদিকে, ২৯ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধন করবেন চট্টগ্রামের খ্যাতিমান সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ মিহির লাল।
সর্বশেষ ০১ ডিসেম্বর ঢাকার নজরুল একাডেমির প্রধান কার্যালয়ে বিকেল ৫টায় ও ০৩ ডিসেম্বর এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আকতার ইউসুফ, যুগ্ম সম্পাদক ও প্রকৌশলী এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক রেজা মতিন, সহ-প্রচার সম্পাদক ইমাম হোসেন চঞ্চল, নির্বাহী সদস্য মুকিত চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআইকে/ওএইচ/এসএস