ধুনট (বগুড়া): বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক পর্যায়ের নারী শিক্ষার্থীদের মাঝে তথ্য কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চিকাশী আন্তঃ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
বাল্যবিয়ে বন্ধ করি, সবার সুখে সংসার গড়ি-এ স্লোগানকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে তথ্য কার্ড বিতরণের উদ্বোধন করেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার।
ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চিকাশী ইউনিয়ন পরিষদের সদস্য হাছেন আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গোফফার, চিকাশী আন্তঃ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আকতার, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, সমাজ সেবক মজনু মিয়া, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির বগুড়া জেলা ব্যবস্থাপক জলিলুর রহমান, ফিল্ড অফিসার সোলায়মান আলী, চিকাশী ইউনিয়নের পল্লী সমাজ রুমি আকতার প্রমুখ।
ছবি, নাম, ঠিকানা ও জন্ম তারিখসহ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৫৩ জন নারী শিক্ষার্থীর মাঝে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ