ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রাঙামাটিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাঙামাটি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে রাঙামাটিতে  ‘মানবাধিকার সাংবাদিকতা’ শীর্ষক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সাস কনফারেন্স রুমে রোববার(২২ নভেম্বর) এ কর্মশালা শুরু হয়।



সোমবার(২৩ নভেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সচিব ও অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসাইন খান।

প্রশিক্ষণ দেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর মোহাম্মদ জাহিদ হোসাইন ও কমিশনের বিশেষজ্ঞ খান মুহাম্মদ রবিউল আলম।

কর্মশালায় রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।