রাঙামাটি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে রাঙামাটিতে ‘মানবাধিকার সাংবাদিকতা’ শীর্ষক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সাস কনফারেন্স রুমে রোববার(২২ নভেম্বর) এ কর্মশালা শুরু হয়।
সোমবার(২৩ নভেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সচিব ও অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসাইন খান।
প্রশিক্ষণ দেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর মোহাম্মদ জাহিদ হোসাইন ও কমিশনের বিশেষজ্ঞ খান মুহাম্মদ রবিউল আলম।
কর্মশালায় রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/