ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, নভেম্বর ২৩, ২০১৫
গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

ঢাকা: সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী কলামিস্ট গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।



গোলাম আকবর চৌধুরী সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।