ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিভাগীয় কমিশনার নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ময়মনসিংহে বিভাগীয় কমিশনার নিয়োগ

ঢাকা: দেশের অস্টম বিভাগ ময়মনসিংহের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব জিএম সালেহ উদ্দিন।

সোমবার (২৩ নভেম্বর) তাকে প্রথম বিভাগীয় কমিশনার করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।



বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জিএম সালেহ উদ্দিন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর নেত্রকোনো, জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ নিয়ে ‘ময়মনসিংহ বিভাগে’র অনুমোদন দেয় সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকা)।

এরপর গত ১৪ অক্টোবর বিভাগ গঠনের গেজেট প্রকাশ করে     জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৮২৯ সালে বিভাগ প্রতিষ্ঠার পর থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ‘ঢাকা বিভাগে’ ছিল বৃহত্তর ময়মনসিংহ।

২০১৫ সালের ১২ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ঢাকা বিভাগ ভেঙে নতুন ‘ময়মনসিংহ বিভাগ’ গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে ও পরে ৬টি জেলার সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।

ওই সময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগে যেতে  অনীহা ও বিরোধিতা করে।

অবশেষে চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগের ঘোষণা দেয় সরকার।

ঢাকা ভেঙে নতুন এ বিভাগের আয়তন ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার। আর জনসংখ্যা এক কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬০৬ জন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএমএ/এমএ

** ময়মনসিংহকে বিভাগ ঘোষণা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।