ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কবি নাজমুল হক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
কবি নাজমুল হক আর নেই নাজমুল হক নজীর

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক নজীর বাংলা পত্রিকার প্রধান সম্পাদক ও কবি নাজমুল হক নজীর (৬১) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

 

কবি নাজমুল হক দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল নয়টায় তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শিয়ালদী গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

জীবদ্দশায় তার লেখা ছয়টি কাব্যগ্রন্থ, দুইটি ছড়াগ্রন্থ ও বোয়ালমারীর ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে।  

এদিকে নাজমুল হক নজিরের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুর রহমান, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম ও শাহ মো. আবু জাফর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এমএম জালাল উদ্দিন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।