ভোলা: ভোলায় আধুনিক যন্ত্র রিপার মেশিন দ্বারা ধান কাটার ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সিমিট-বাংলাদেশ বরিশাল হাব’র বাস্তবায়নে ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থার সহযোগিতায় সোমবার(২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
সেখানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবদুল আজিজ ফরাজি।
গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোলার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সিমিট বরিশাল হাব সমন্বয়কারী হীরালাল দে প্রমুখ।
বক্তারা বলেন, রিপার মেশিন দ্বারা ধান কাটতে সময় ও অর্থ দুটোই কম লাগে। এতে করে কৃষকরা তাদের প্রতি একর জমিতে ৫ হাজার টাকা সাশ্রয় করতে পারে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/