ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা থানার পুরাতন পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আবুল কাশেম ওরফে কালা কাশেম (২৮) ও মো. খলিল (২০) নামে দু’জন আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৫টার দিকে পূর্ব রামপুরায় পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে শরীফুল ইসলাম সোহেল ও কালা কাশেম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় কালা কাশেম ও খলিল নামে দু’জনকে গণপিটুনী দিয়ে এলাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত দু’জনের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এজেডএস/ওএইচ/এমএ