ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পারভেজের গান দিয়ে শুরু অন্তর শোবিজের কনসার্ট

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পারভেজের গান দিয়ে শুরু অন্তর শোবিজের কনসার্ট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বসুন্ধরা কনভেনশন সিটি থেকে: যাবি যদি উড়ে দুরে নীল অজানাতে/ মনে করে আমায় মনে রেখে/ কখনো ফুরাবে না সে গতিহীন পথে-পারভেজের এই গান দিয়েই শুরু হলো দুই বাংলার শিল্পীদের নিয়ে অন্তর শোবিজের কনসার্ট।

সোমবারের (২৩ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটি-৪ এ শুরু হয় এ কনসার্টের।



গানের পরপরই শিল্পীদের করতালি দিয়ে উৎসাহ দিচ্ছেন দর্শকরা স্রোতারা।

জানা গেছে- পারভেজের পরপরই মঞ্চে আসছেন ন্যান্সি। এরপরে দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া ভারতের বাংলা ভাষার সমসাময়িক উদীয়মান তরুণ গায়ক, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম অনুপম রায়।

মঞ্চে পারভেজের দ্বিতীয় গান ছিলো -এ জীবন হারিয়ে যায়/ কত হতাশায়… এরপর ফোক গান ধরেন এই শিল্পী।

একই ধরনের গান নিয়ে দুই বাংলার শিল্পীদের নিয়ে প্রতি মাসে ঢাকার গানপ্রিয় মানুষের কাছে আসবে অন্তর শোবিজ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।