নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় লিপি আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লিপি স্থানীয় মেঘশিমুল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার শাহবাজপুর গ্রামের ফকরুদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, লিপি নানার বাড়িতে থেকে স্থানীয় মেঘশিমুল প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। রোববার (২২ নভেম্বর) রাতে তার নানী বাসায় ছিলেন না। তার অনুপস্থিতিতে সন্ধ্যায় প্রতিবেশী শহিদ ফকিরের ছেলে তামিম তার ঘরে প্রবেশ করে। পরে তামিমের মা ও চাচাতো ভাই হামিদ ফকিরের ছেলে রানা তাকে ডেকে নিয়ে যায়।
এ ঘটনার পর লিপি ঘরের দরজা বন্ধ করলে অনেক ডাকাডাকির পরও দরজা খোলেনি। সকালেও তার ঘরের দরজা বন্ধ দেখে ঘটনাস্থলে গ্রামপুলিশ জালাল উদ্দিনসহ স্থানীয়রা আসেন। তিনি ঘরের টিন ছিদ্র করে ভেতরে স্কুলছাত্রীকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে যান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান প্রামাণিক। এ সময় তিনি বাংলানিউজকে বলেন, গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমজেড