ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড

পুলিশ সদস্যদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩০, নভেম্বর ২৪, ২০১৫
পুলিশ সদস্যদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বিএনপির নেতা ‍সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে কেন্দ্র করে দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হওয়ায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে মহাপরিদর্শকের মাধ্যমে ‍প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সব সদস্যদের ধন্যবাদ জানান।



পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাকা চৌধুরী ও মুজাহিদের মামলার রিভিউ আবেদন নিষ্পত্তি থেকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর্যন্ত দীর্ঘ সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এনএ/টিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।