ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজেদের অবস্থান তুলে ধরতে সংসদে টিআইবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
নিজেদের অবস্থান তুলে ধরতে সংসদে টিআইবি

ঢাকা: জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলে চারদিকে সমালোচনায় পরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের এই বক্তব্য পরিহার করে ক্ষমা চাইতে বলেন একাধিক সংসদ সদস্য (এমপি)।



আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে টিআইবিকে এনজিও তালিকা থেকে বাদ দেওয়ারও সুপারিশ করা হয়। এজন্য বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবক অনুদান বিলে সংশোধনী আনা হয়। সেই বিলে বলা হয়েছে সংসদ, সংবিধান, রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কেউ মন্তব্য করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাবে।

এর প্রেক্ষিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাড. সুলতানা কামাল সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের কার্যালয়ে নিজেদের অবস্থান ব্যাখা করেন।

এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বাংলানিউজকে বলেন, তারা এসেছিলেন, তারা তাদের কথা বলেছেন। তাদের বক্তব্য ‘পাবলিকলি ওপেন’ হয়েছে। কিছু বলার থাকলে পাবলিকের সামনে পরিষ্কার করতে হবে।

জানা গেছে, টিআইবিকে লিখিত স্টেটমেন্ট দিতে বলা হয়েছে।

রাতে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা গিয়েছিলাম। সাম্প্রতিক বিষয় নিয়ে কথা হয়েছে। তবে বলার মতো কিছুই হয় নি।

রিপোর্টে কোনো ভুল ছিল কি-না টিআইবি ফের জানতে চাইলে, জবাবে সংসদরা জানিয়েছেন রিপোর্ট নিয়ে কেউ কোনো কথা বলেনি। সংসদকে বির‍ূপ মন্তব্য করাতেই সমস্যা।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।