ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, নভেম্বর ২৪, ২০১৫
রাজধানীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রমনা থানার গাবতলা এলাকার ৬৬৩ নম্বর বাড়ি থেকে কালাম কসাই (৪৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ওই বাড়ির একটি কক্ষের খাটের উপর থেকে ম‍ৃতদেহটি উদ্ধার করা হয়।



রমনা থানার উপ-পরিদর্শক শামসুদ্দিন বাংলানিউজকে বলেন, ওই বাড়ির মালিক রোজিনা বেগম। ওই বাড়িতে কালাম কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। কিন্তু তিনি ভাড়া দিতেন না। স্থানীয় কয়েকজনের কাছে দেনাদারও ছিলেন তিনি।

তিনি বলেন, গত দুই/এক মাস আগে কালাম যাত্রাবাড়ীতে বাসা ভাড়া নিয়ে চলে যান। গত দুই দিন আগে কৌশলে যাত্রাবাড়ী থেকে কালামকে রোজিনা তার রমনার বাড়িতে ডেকে আনেন। এরপর থেকে তাকে আটকে রাখা হয়।

খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে এইআই শামসুদ্দিন বলেন, মৃতদেহের গলাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির মালিক রোজিনার দাবি, কালাম ফাঁসিতে আত্মহত্যা করেছে।

রোজিনাকে আটক করে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন উপ পরিদর্শক।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এজেডএস/টিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।