ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় হত্যা মামলায় ৫ ভাই-বোনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
কলমাকান্দায় হত্যা মামলায় ৫ ভাই-বোনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাচগাঁও গ্রামের মেসের আলীর ছেলে আখতার আলীকে (৩০) গুলি করে হত্যার দায়ে পাঁচ ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।  

একই মামলায় অভিযুক্ত অন্য ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।



মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোর জেলার শিবপুর গ্রামের বড়াইগ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে-মেয়ে। এরা হলেন-তাহমিনা ওরফে তাকমা, দুলাল, হায়দার, চাঁন মিয়া ও রায়হান। এদের মধ্যে তাহমিনা, দুলাল ও হায়দার পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আজম খান (এপিপি) বাংলানিউজকে জানান, আসামিরা পাঁচগাঁও গ্রামে আব্দুস ছালাম নামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আখতারদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এরপর ১৯৯৮ সালের ২৫ নভেম্বর সকালে আসামিরা আখতারের বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনার পর আখতারের বোন অরুনা খাতুন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৯৯৯ সালের ১২ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন, পীযূষ কুমার সাহা ও শামছুদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫/আপডেট:১৫১৮
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।