আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া): সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ৫ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান।
বন্দর ও ইমিগ্রশনের কার্যক্রম শেষে বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
আখাউড়ার ইউএনও আহসান হাবীব বাংলানিউজকে জানান, প্রতিনিধি দলটিতে ভারতের মিজোরাম রাজ্যের ২ জন ডিপুটি কমিশার ও ৩ জন পুলিশ সুপারিনটেন্ডেন্ট রয়েছেন।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন মিজোরাম লংলাই ডিস্ট্রিক্টের ডিপুটি কমিশনার শ্রী আশিষ মোদকর।
মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন শেষে প্রতিনিধি দলটি ২৬ ডিসেম্বর একই স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাবে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএ