ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের অস্ত্রের আঘাতে বাবা-ছেলে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, নভেম্বর ২৪, ২০১৫
নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের অস্ত্রের আঘাতে বাবা-ছেলে আহত ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকার নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাবা শেখ আব্দুল আজিজ (৫৫) ও ছেলে মহিউদ্দিন মিশু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবাবগঞ্জের খানিপুর বাজারে এ ঘটনা ঘটে।



মহিউদ্দিনের চাচাতো ভাই আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জামাল ও আবুলসহ প্রায় ১২ জনের একটি দল বাবা-ছেলেকে এলোপাতাড়ি কোপায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবণতি ঘটলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জামাল ও আবুলের মাদক ব্যবস‍া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধীতা করায় এ হামলার ঘটেছে বলে জানান আনোয়ার। বাবা-ছেলে দুইজনই বিদেশ ফেরত।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এজডেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।