সিলেট: সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ চার জন। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ তাদের সাক্ষ্য নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাক্ষ্য নেওয়া শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এ নিয়ে মামলাটিতে মোট ২২ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালতের বিচারক।
মঙ্গলবার স্বাক্ষ্য দেন, সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শাহেদুল করিম, ২য় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শামীমুর রহমান পীর ও সিলেটের জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রতন লাল দেব।
আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল মালেক বাংলানিউজকে বলেন, এ পর্যন্ত (তিন দিনে) মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার পূণরায় আলোচিত এ মামলার সাক্ষ্য নেওয়া হবে।
চলতি বছরের ১১মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ (০৯) অপহৃত হয়। অপহরণের তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোটা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৩ সেপ্টেম্বর এ মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি থানার (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন- সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম। অভিযুক্তদের মধ্যে এবাদুর, রাকিব ও গেদা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এনইউ/বিএস