রাজশাহী: চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহীর সার্কিট হাউসে দ্বি-পাক্ষিক এ সম্মেলনে ভারতের চারজন এবং বাংলাদেশের ১৫ জন প্রতিনিধি অংশ নেবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
এসময় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গনি ও সহকারী কমিশনার নাসরিন পারভীনসহ রাজশাহী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি-৩৭ এর পরিচালক, বিজিবি-৯ এর সিইও এবং বিজিবি-৬ এর পরিচালক অংশ নেবেন।
ভারতের প্রতিনিধি দলে থাকবেন মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রত্নাকর রাও ও পুলিশ সুপার সি. সুধাকর, নদিয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল মীনা।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএস/এএ