ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীদের ‘মানসিক খাঁচা’ থেকে বের হতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
নারীদের ‘মানসিক খাঁচা’ থেকে বের হতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী সমাজকে মানসিক খাঁচা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সম্মেলন কক্ষে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটির অন্তরায় ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।


 
হাসানুল হক ইনু বলেন, আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা করতে হলে সমাজের লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। এর কোনো বিকল্প নেই।
 
সমাজের পিছিয়ে পড়া নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের খাঁচায় বন্দি করে রাখলে চলবে না। নারীদের ‘মানসিক খাঁচা’ থেকে বের হয়ে আসতে হবে।
 
লিঙ্গ বৈষম্য, ধর্মান্ধতা, সামাজিক দৃষ্টিভঙ্গী, কুসংস্কার, অশিক্ষা, দারিদ্র্য ও জঙ্গিবাদকে নারীর ক্ষমতায়নের বাধা হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের এসবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
 
নারীর অধিকার বিষয়ে ইনু বলেন, সংবিধানের পাতায় যা লেখা আছে জীবনের খাতায় তা লেখা নেই।  
 
আইনগতভাবে নারীর ক্ষমতায়নকে আরো স্পষ্টীকরণ করার কথাও বলেন তিনি।
 
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের লেখার উদ্ধৃতি দিয়ে হাসানুল হক ইনু বলেন, সমাজের অর্ধাঙ্গ বিকল রেখে উন্নতি লাভ করা অসম্ভব।
 
ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটিকে কার্যকরী হওয়ার বাধা হিসেবে সংসদ সদস্যদের হস্তক্ষেপের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।
 
ইনু বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদকে সংসদ সদস্যের পরামর্শ বাধ্যতামূলক- এটা অগণতান্ত্রিক।
 
 
স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি ও নারীনেত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় নারীর ক্ষমতায়নে বিভিন্ন ধরনের বাধা ও সম্ভাবনার কথা উঠে আসে।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধি শিরিন আখতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা কামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আনিসুজ্জামান, ডেমোক্রেসিওয়াচের তালেয়া রহমান, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাহিন সুলতান, নির্বাচিত নারী প্রতিনিধিদের পক্ষে শিরিন আখতার, আনোয়ারা বেগম, সলুদা বেগম প্রমুখ।
 
মতবিনিময় সভা পরিচালনা করেন প্রিপ ট্রাস্টর নির্বাহী পরিচালক আরমা দত্ত।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।