ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা কনভেনশনে বৃহস্পতিবার থেকে লেদারটেক ট্রেড শো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
বসুন্ধরা কনভেনশনে বৃহস্পতিবার থেকে লেদারটেক ট্রেড শো ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’য় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লেদারটেক বাংলাদেশ ‘ট্রেড শো’। বৃহস্পতিবার সকাল ১০টায় এ শো’র উদ্বোধন করা হবে।

উদ্বোধন করবেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া।
 
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংঠনের কর্মকর্তারা এ তথ্য জানান। লেদারটেক ট্রেড শো’র আয়োজন করছে আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় এই ট্রেড শো’তে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে  ভারত, চীন, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ ১৩টি দেশ। এতে স্টল থাকছে প্রায় ১৭০টি। ট্রেড শো’তে চামড়া,  চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে।
 
সংবাদ সম্মেলনে ট্রেড শো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজক সংগঠনের পরিচালক নন্দ গোপাল কে, টিপু সুলতান ভূঁইয়া, কর্মকর্তা কাজী রওশন আরা সুমি।
 
শো’র প্রধান পৃষ্ঠপোষতায় থাকছে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার‍ারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)। আরও পৃষ্ঠপোষকতায় আছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি (বিপিপিএস), সেন্টার অব এক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড (সিওইএল), কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস (সিএলই) এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন (আইএফসিওএমএ)।
 
বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ শো চলবে শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেড শো সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশ করতে দর্শনার্থীদের কোনো ফি গুনতে হবে না।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।