ঢাকা: শিগগিরই গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ অনুমোদনের দাবি জানিয়েছেন নারী নেতারা। তারা বলেছেন, এ নীতিমালা না হওয়ার কারণে গৃহকর্মীদের অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী মৈত্রী আয়োজিত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে এক মানববন্ধনে এ দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত করার পাশাপাশি গৃহশ্রমিকদের জন্য গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই আমরা আশা করছি, বর্তমান সরকার গৃহকর্মের সাথে জড়িত শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে জিডিপিতে নারীর অবদানকে মূল্যায়ন করবে।
নারী মৈত্রীর সভাপতি শাহীন আক্তার ডলি বলেন, বাংলাদেশে গৃহকর্মের সাথে জড়িত শ্রমিকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই অনুপাতে তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার সুরক্ষায় এই জনগোষ্ঠী শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না।
গৃহকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেন শাহীন আক্তার ডলি।
তিনি বলেন, পারিবারিক ও গৃহস্থালি কাজে গৃহকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু শ্রমিক হিসেবে তাদের কোনো মূল্যায়ন নেই। নারীর অগ্রযাত্রার পরও বছরের পর বছর পুরুষতান্ত্রিক মন-মানসিকতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির কারণে নারীরা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী রাফিকা খান, সদস্য আবুল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
একে/এমজেএফ/