ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমিহীনদের সরকারি জমি বন্দোবস্ত দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ভূমিহীনদের সরকারি জমি বন্দোবস্ত দেবে সরকার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে ভূমিহীনদের সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর নবাব আবদুল গণি সড়কের বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সেমিনারে তিনি এ কথা জানান।



বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) উদ্যোগে ‘প্রতিবন্ধী নারী ও শিশু অধিকার বিষয়ক জাতীয় সেমিনার-২০১৫’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দেশে যারা ভূমিহীন ও গরিব, তাদের সরকারি জমি বন্দোবস্ত দিতে; গৃহহারাদের ঘর নির্মাণ করে দিতে। বিশেষ করে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে তা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ’

তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই অংশ, সুযোগ-সুবিধা পেলে তারাও অনেক কিছু করতে পারেন। তখন পরিবার ও সমাজ এবং জাতি তাদের আর বোঝা হিসেবে দেখবে না। সমাজের কল্যাণ বয়ে আনবেন তারা।

একাত্তরে প্রতিবন্ধীরাও যুদ্ধ করেছে উল্লেখ করে এই মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় হানাদারদের এদেশীয় দোসররা প্রতিবন্ধীদের গোয়েন্দা হিসেবে ব্যবহার করতে চাইতো। কিন্তু তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন তারা। বঙ্গবন্ধুর ডাকে দেশকে মুক্ত করেছেন প্রতিবন্ধীরাও।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য (এমপি) সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, প্রতিবন্ধিত্ব বিষয়টি আগে এভাবে স্পষ্ট ছিলনা। বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উন্নয়নে নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন। তার মেয়ে সায়মা ওয়াজেদও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সেমিনারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান জানান, দেশে বর্তমানে প্রায় ৫ লাখ মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধিত্বের শিকার হয়েছেন। ডাটাবেজ তৈরি করে তাদের নামে কার্ড ইস্যু করা হবে। সেই কার্ড অনুযায়ী সরকারের কাছ থেকে ভাতাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন তারা।

আয়োজক সংগঠন বিপিকেএস-এর সভাপতি আবদুস সাত্তার দুলালের সভাপতিত্বে সেমিনারে প্রতিবন্ধী শিশুর অধিকার নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসরাত শারমিন রহমান।

আর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান প্রতিবন্ধী শিশুদের আইনগত অধিকার নিয়ে প্রবন্ধ উত্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর সঞ্চালনায় সেমিনারে বিপিকেএস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফারহানা মুস্তারি ও নূরজাহান।

এ সময় প্রতিবন্ধিত্ব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন দৃষ্টি প্রতিবন্ধী শারমীন সুলতানা, শ্রবণ প্রতিবন্ধী নিলুফার ইয়াসমিন এবং বহুমুখী প্রতিবন্ধকতার শিকার মাজেদা খাতুন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।