ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডা.মিলনের হত্যাকারী সরকারের দায়িত্বে রয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, নভেম্বর ২৭, ২০১৫
ডা.মিলনের হত্যাকারী সরকারের দায়িত্বে রয়েছে ডা.মিলন

ঢাকা: ডা.মিলনের হত্যাকারী সরকারের দায়িত্বে রয়েছে উল্লেখ করে দেশে এখন গণতন্ত্র চর্চা হলেও প্রকৃত গণতন্ত্র ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ডা. মিলনের  মা সেলিনা আকতার।

শুক্রবার (২৭ নভেম্বর) ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মিলনের মা সেলিনা আকতার দুঃখ প্রকাশ করে এ মন্তব্য করেন।



তিনি বলেন, মিলনের স্বপ্ন ছিলো দেশের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অবসান। কিন্তু রাজনৈতিক দলগুলো সে কথা রাখেনি। তারা নিজেদের লোকদেরকেই অর্থ সম্পদে বিত্তবান করছে। কিন্তু বাকিরা বঞ্চিত রয়েছে। শহীদ ডা. মিলনের হত্যাকারী বর্তমান সরকারে দায়িত্ব পালন করছে যা দুঃখ জনক।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) আয়োজিত এই আলোচনা সভায় সেলিনা আকতার আরও বলেন, পৃথিবীর কোথাও নজির নেই স্বৈরাচারকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার। যা বাংলাদেশে হয়েছে, এটা আমাদের লজ্জা।

এ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদের মায়ের পক্ষ থেকে অভিযোগ তুলে মিলনের মা বলেন, ‘তাদের হত্যাকারীদের কোন বিচার হোল না। ’   

এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় সকল খুনের বিচার হবে।
‘এ দেশ বিচিত্র দেশ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এরশাদ বারবার নির্বাচিত হয়। আর জামায়াতে ইসলামীও ভোট পায়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে নাসিম বলেন, ৭১'র খুনিদের বিচারে যারা নীরব থেকেছে জনগণ তাদের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করবে তার পরিষ্কার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার।

এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আবারও জ্বালাও-পোড়াও শুরু হতে পারে।  

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ডা. মিলনের রক্তে গণতন্ত্রর উদ্ধার করেছি, গণতন্ত্র কিনেছি।

সামরিক শাসকদের সঙ্গে মিটমাট করে গণতন্ত্র উদ্ধার হয় না মন্তব্য করে তিনি বলেন, সামরিক শাসকদের মত জঙ্গিবাদকে উচ্ছেদ করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, জঙ্গিবাদ ও খালেদা জিয়াকে আলাদা করে দেখার কিছু নেই। বেগম জিয়া ও তার দোসরদের মোকাবেলা করা বর্তমানে আমাদের চ্যালেঞ্জ।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা.মাহমুদ হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডা. রোকেয়া সুলতানা, সাবেক মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।