ঢাকা: সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে আলাদাভাবে প্রতিবন্ধী বিভাগ চালু করার দাবি জানিয়েছে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, প্রতিবন্ধী নারীরা এখনও সমাজে অবহেলিত হয়ে আছে। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা না হলে সমাজই পিছিয়ে পড়বে।
জাতীয় সংসদে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ নেই জানিয়ে তিনি বলেন, সংরক্ষিত নারীদের আসনে অন্তত তিনটি আসন প্রতিবন্ধী নারীদের দেওয়া উচিত।
আলোচনা সভায় ‘কর্মসংস্থান ইস্যুতে প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হ্রাস করতে মিডিয়াকে সচেতন এবং মিডিয়া কাভারেজ বিষয়ক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদদের প্রকল্প ব্যবস্থাপক শামীমা আক্তার।
আলোচনায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, জিআইজেড বাংলাদেশ এর উপদেষ্টা ড. আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষিত কোটার বাস্তবায়ন, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং গ্রামীণ সংস্থামূলক বিভিন্ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা ৬টি জেলা থেকে ৬৪ জেলায় সম্প্রসারণের দাবিও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ইএস/এডিএ/