ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জলবায়ু অভিযোজনে ঋণ নয়, অনুদান চাই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
‘জলবায়ু অভিযোজনে ঋণ নয়, অনুদান চাই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদানের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটিসহ (সনাক) বিভিন্ন পেশাজীবী সংগঠন।

‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই’- এ স্লোগানে শনিবার (২৮ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পলিত হয়।



এর মধ্যে সকাল ১১টায় বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে আসন্ন কপ-২১ প্যারিস সম্মেলন উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ, ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দাবিতে সনাক সদস্য নূরজাহান বেগমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যরাসহ গণমাধ্যম কর্মীগণ অংশ নেন।

এদিকে দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সনাকের ব্যানারে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে বক্তব্য রাখেন, বাগেরহাট সনাকে’র সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, সনাকে’র জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু, প্রফেসর আব্দুর রব চৌধুরী, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, শেখ আসাদুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে উন্নত রাষ্ট্রগুলো দায়ী। তাই তাদের কাছ থেকে কোনো শর্ত মেনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান নিতে হবে। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলো নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জেও সনাকের উদ্যোগে সকাল ১১টার দিকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।

জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) কর্তৃক প্যারিসে অনুষ্ঠিতব্য কপ-২১ উপলক্ষে টিআইবিসহ বিভিন্ন নাগরিক সংগঠন ১৫টি সুনির্দিষ্ট দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ২৮ নভেম্বর ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট মার্চ ফর সেফ, ক্লিন বাংলাদেশ‘ এর আয়োজন করে।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরেও একই দাবিতে সকাল ১১টায় শহরের বাস স্ট্যান্ডের আনারস চত্বরে সনাক মধুপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে মানবনন্ধন কর্মসূচি পালিত হয়।

সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল  আলম মনির সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন  সনাক সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি তপন কুমার গুণ, সনাকের সিএফজি বিষয়ক উপকমিটির আহ্বায়ক ইউজিন নকরেক, বেসরকারি প্রতিষ্ঠান সেতু’র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান এবং পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রজেক্ট অফিসার জুলহাস উদ্দিন বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি: জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে অনুদানের দাবিতে খাগড়াছড়িতেও মানববন্ধন করেছে সনাক।

টিআইবির সহযোগিতায় বিশ্বব্যাপী জলবায়ু পদযাত্রার সঙ্গে সংহতি জানিয়ে বেলা সাড়ে ১১টায় শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী: পটুয়াখালীতে জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋৃণের পরিবর্তে অনুদানের দাবিতে দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে আধাঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সানকের সভাপতি আবদুর রব আকন, সদস্য পীযুষ কান্তি হরি।

পিরোজপুর: পিরোজপুরে সকাল ১১টায় শহরের ক্লাব রোডে টিআইবির সচেতন নাগরিক কমিটি’র (সনাক) আয়োজনে জলবায়ু পরিবর্তন বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা: আসন্ন কপ-২১ সম্মেলনকে সামনে রেখে সাতক্ষীরায় গণপদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বেলা ১১টায় সাতক্ষীরা শহরের টিঅ্যান্ডটি মোড় থেকে সচেতন নাগরিক কমিটি-সনাক, সাতক্ষীরা পদযাত্রাটি বের করে। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে নিউমার্কেট মোড়স্থ শহীদ আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।