ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, নভেম্বর ২৯, ২০১৫
অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, আহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয় শ্রমিকরা বাধা দিতে গেলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে।

এ ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামে এক কাভার্ড ভ্যানচালক আহত হয়েছেন।



রোববার (২৯ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত জসিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বেলা আড়াইটায় আহত জসিমকে নিহত হওয়ার ‘গুজব’ ছড়িয়ে স্থানীয় শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এ সময় শ্রমিকরা রাস্তার বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালান। শেষ খবর পাওয়া শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিলো।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫/আপডেট: ১৪৪১ ঘণ্টা
একে/এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।