ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশ ছাড়েননি

ঢামেকেই ব্লগার তারেক, শুদ্ধস্বরের টুটুল আত্মগোপনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ঢামেকেই ব্লগার তারেক, শুদ্ধস্বরের টুটুল আত্মগোপনে

ঢাকা: ফের হামলা ও প্রাণনাশের শঙ্কায় শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও ব্লগার তারেক রহিম গোপনে দেশত্যাগ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও পরে জানা গেছে, সংবাদটি সত্য নয়।

দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া তারেক রহিম এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে প্রকাশক টুটুলের বিষয়ে এখনও সঠিক তথ্য না জানা গেলেও তিনি বিদেশে চলে যাননি বলে দাবি করছেন তার ঘনিষ্ঠদের অনেকে। নিরাপত্তাজনিত কারণে টুটুল আত্মগোপনে আছেন বলেও জানান তারা।  

বাংলানিউজসহ বিভিন্ন গণমাধ্যমে রোববার (২৯ নভেম্বর) সংবাদ প্রকাশিত হয়েছে যে, ফের হামলা ও প্রাণনাশের শঙ্কায় শেষ পর্যন্ত গোপনে দেশত্যাগ করেছেন দুর্বৃত্তদের হামলার শিকার শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও ব্লগার তারেক রহিম। তারা দু’জনই যুক্তরাষ্ট্রে গেছেন বলেও তাদের সহকর্মীদের বরাত দিয়ে সংবাদে বলা হয়েছিল। সহকর্মীরা জানিয়েছিলেন, ‘অবস্থান জানতে পারলে হামলাকারীরা আবারো তাদের ওপর হামলা চালাতে পারে। এ আশঙ্কায় তারা বিদেশ চলে গেছেন’। ‘একই হামলায় আহত লেখক রণদীপম বসুও জীবনের নিরাপত্তায় বিদেশ চলে যাওয়ার অপেক্ষায় আছেন’ বলেও সংবাদে উল্লেখ করা হয়।

গত ৩১ অক্টোবর দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ১১ দিন পরে টুটুল হাসপাতাল থেকে ছাড়া পান। পরে রণদীপম বসুকেও চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

তারেক রহিম এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ১৬ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

তার ভাই আদেল রহিম জানান, তারেক এখন অনেকটা সুস্থ। তার মাথার আঘাতগুলো সেরে উঠছে। দরকার হলে এক থেকে দেড় মাস পরে আরেকবার অপারেশন করা হবে।

তবে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি নড়ছে না, এটা নিয়ে আমরা চিন্তিত। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তীতে প্লাস্টিক সার্জারি করার দরকার হবে।

হাসপাতালের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান জানান, তারেকের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। আশা করছি, কিছুদিনের মধ্যেই চিকিৎসকরা তাকে বাড়ি যাওয়ার পরামর্শ দেবেন।

এদিকে বেশ কয়েকদিন ধরে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের দেখা পাচ্ছেন না জানিয়ে তার পরিচিতজনেরা বলছেন, অনেকদিন ধরে তার খবর পাচ্ছি না। দেখা-সাক্ষাৎ না পেয়ে বোধ হয় তার ও তারেকের যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার গুজব ছড়িয়েছে।

একজন কবি বাংলানিউজকে বলেন, তারেক রহিমকে হাসপাতালে নিয়মিতই দেখতে যাই। শনিবারও (২৮ নভেম্বর) দেখে এসেছি। তবে টুটুলের খবর জানি না।

তিনি দেশে আছেন বলে দাবি ঘনিষ্ঠদের অনেকের। তারা টুটুল দেশে আছেন বলে জানিয়ে বলছেন, নিরাপত্তাহীনতা ও ফের হামলার আশঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন।

টুটুলের প্রসঙ্গে তারেক রহিমের ভাই  আদেল রহিমও বলেন, অনেকদিন যোগাযোগ করে তাকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে পত্রিকায় দেখলাম, তিনি দেশত্যাগ করেছেন। তবে বিষয়টি মনে হয়, সঠিক নয়।

ওই হামলার ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এজেডএস/এটি/এএসআর

** গোপনে দেশ ছাড়লেন শুদ্ধস্বরের টুটুল ও ব্লগার তারেক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।