ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, নভেম্বর ২৯, ২০১৫
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশনের নির্ধারিত বাড়ি ভাড়া রেট কার্যকর ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ বাস্তবায়নের দাবিতে গণ সমাবেশ করেছে ভাড়াটিয়া পরিষদ।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তারা জানান, ঢাকা শহরের সাতশ’ ৭৫টি এলাকায় প্রতি স্কয়ার ফুটে চার টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত মাসিক ভাড়া নির্ধারণ করা হলেও বাড়ির মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন।

এতে আরও জানানো হয়, সিটি করপোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া অনুযায়ী হাতিরপুল এলাকার চারশ’ স্কয়ার ফুটের বাসা থেকে মাসিক ভাড়া আদায় হওয়ার কথা চার হাজার ৮শ’ টাকা। কিন্তু বাড়ির মালিক ভাড়াটিয়াদের থেকে আদায় করছেন ২৬ হাজার টাকা।

এ সময় ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, ভাড়াটিয়াদের শহরে বাড়ি মালিকরা দিন দিন জুলুম করে বাড়ি ভাড়া বৃদ্ধি করছেন, তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, ইচ্ছেমত বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে দুই দফা দাবি উত্থাপন হয়। দাবিগুলো হলো- সিটি করপোরেশনের নির্ধারিত রেট ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ কার্যকর করে প্রতিটি বাড়ির হোল্ডিং নাম্বার ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট করা এবং বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা।

সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মো. মোস্তফা, হাবিব, শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস/এফবি/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।