ঢাকা: দেশের আকাশ শুক্রবারও কুয়াশার চাদরে ঢেকে থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টিও ঝরবে।
আর ডিসেম্বরর দ্বিতীয় সপ্তাহে পৌষের শুরুতে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বৃহস্পতিবার রাতে বাংলানিউজকে জানান, রাত ৯টার পর ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে বজ্র বৃষ্টি হতে পারে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে কুয়াশায় ঢাকা ছিল রাজধানী। বৃহস্পতিবার বিকেল ও রাতে কুয়াশার সঙ্গে সামান্য বৃষ্টিপাতও হয়েছে রাজধানীতে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক সানাউল হক বলেন, আরও দু’একদিন দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হবে।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এমআইএইচ/এমজেএফ