ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিইউজে একাংশ

সংগ্রাম, নয়াদিগন্ত, দিগন্ত টিভি, সোনার বাংলা বহিষ্কৃত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
সংগ্রাম, নয়াদিগন্ত, দিগন্ত টিভি, সোনার বাংলা বহিষ্কৃত

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ থেকে বহিষ্কার করা হয়েছে দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক সোনার বাংলা, নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশনের ইউনিটকে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন কার্যালয়ে নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি এলাহী নেওয়াজ খান।

সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জঙ্গিবাদ লালনকারী ও মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন জামায়াত-শিবির পরিচালিত পত্রিকা-টিভি চ্যানেল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত-শিবির বর্তমানে জঙ্গিবাদ লালনকারী সংগঠন হিসেবে কাজ করছে। ইতোমধ্যে এরা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টায় লিপ্ত।
 
এছাড়া দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক সোনার বাংলা, নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশন মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত। এসব মিডিয়ায় চাকরিরতরাও শিবিরের ক্যাডার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন মনে করে, এদের ইউনিয়নে রাখা নীতি ও নৈতিকতাবিরোধী এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাবিরোধী।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।