ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক সীমান্ত সম্মেলন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক সীমান্ত সম্মেলন মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) থেকে এ সম্মেলন শুরু হবে।

তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)।

সীমান্ত সম্মেলনে বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সিলেট, শেরপুর, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেবেন।

আর ভারতের বাঘমারা, তুরা, শিলং, মউকেরাত, খালিয়ারাত, জাওয়াই ও আমপাতি জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসএফ’র প্রতিনিধিরা থাকবেন।

সোমবার (৩০ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি।

তিনি জানান, দুপুরে (মঙ্গলবার) শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তারা ময়মনসিংহে আসবেন।

পরদিন বুধবার (০২ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর খাগডহর এলাকার সিলভার ক্যাসেলে বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলন শুরু হবে। সম্মেলনে বর্ডার ক্রাইম, বর্ডার হাট স্থাপন ও ব্যবস্থাপনা, বন্দি বিনিময় দ্রুতকরণ, দু’দেশের ব্যবসা-বাণিজ্যে সমঝোতা, সামাজিক-সাংস্কৃতিক কর্মযজ্ঞ, ইমিগ্রেশন পয়েন্ট বাড়ানোসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে আলোচ্য বিষয়গুলো নিয়ে দু’পক্ষ সমঝোতা স্বাক্ষর করবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।