ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রযুক্তি শিক্ষায় আসছে ‘ফ্যাব ল্যাব’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, ডিসেম্বর ২, ২০১৫
প্রযুক্তি শিক্ষায় আসছে ‘ফ্যাব ল্যাব’

ঢাকা: বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কে শিক্ষাদান এবং কৌতূহল জাগ্রত করতে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে আগ্রহ দেখিয়েছে ফ্যাব ল্যাব নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

বুধবার (০২ ডিসেম্বর) ইউজিসি অডিটরিয়ামে ফ্যাব ল্যাব এর সম্ভাবনা শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।



কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাব ল্যাব এর দেশব্যাপী বাস্তবায়ন ছাত্রদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কে তাদের স্বাভাবিক কৌতূহল জাগ্রত করতে উদ্বুদ্ধ করবে।

তিনি বলেন, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী ধারণা সৃষ্টি হবে, যা বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে। ইতোমধ্যে ফ্যাব ল্যাব এশিয়া এবং আফ্রিকার কিছু দেশসমূহে কাজ করছে।

অনুষ্ঠানে ফ্যাব ল্যাব এর রিসোর্স পার্সন যুক্তরাষ্ট্রের দি ফ্যাব ফাউন্ডেশন অ্যান্ড এমআইটি ফ্যাব ল্যাব প্রোগ্রামের ডিরেক্টর শেরি লেসিটার এবং নাইরোবির গিয়ারবক্স অ্যান্ড ফাউন্ডার অব ফ্যাব ল্যাবের এক্সিকিউটিভ ডিরেক্টর কামু গ্যাচিজি অনলাইনে বক্তব্য দেন।

উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) নামের প্রকল্পের আওতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান ইউজিসি কর্মকর্তারা।
বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদসহ সংশ্লিষ্টরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমআইএইচ/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।