ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনা হানাদার মুক্ত দিবস বৃহস্পতিবার

সুমন সিকদার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বরগুনা হানাদার মুক্ত দিবস বৃহস্পতিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: আজ ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয়েছিল বরগুনাসহ আশেপাশের উপকূলীয় অঞ্চল।



বরগুনার মুক্তিযোদ্ধা পল্লিতে গিয়ে কথা হয় ১০০ বছর বয়সী অসহায় মুক্তিযোদ্ধা হাকিমের সঙ্গে।

তিনি বাংলানিউজকে বলেন, যে টাহা পাই হ্যা দিয়া সংসার চলে না। ছেলেরা বিয়ে করে নিজেদের মতো আলাদা হয়ে গেছে, এখন শুধুই মৃত্যুর অপেক্ষা কখন আজরাইল এসে নিয়ে যাবে। আরেকটু সহায়তা পেলে হয়তো চিকিৎসা করে নিজে সুস্থ থাকতে পারতাম।

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে বরগুনা মুক্তিযোদ্ধারা আনন্দিত। সেই সঙ্গে তারা পলাতক মুক্তিযোদ্ধাদের ধরে দ্রুত বিচারের দাবি জানান। বরগুনার মুক্তিযোদ্ধাদের দাবি, শহীদ পরিবারের সদস্যদের মুক্তিযোদ্ধাদের মতো নিয়মিত ভাতা দেওয়া হোক।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান বাংলানিউজকে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের ঋণ শোধ করার নয়। কিন্তু সহায়তা বা সাহায্যের বেলায় তারা থেকে যায় অবহেলিত। আমরা বরগুনার সব মুক্তিযোদ্ধাদের দাবি, সরকার যেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের ভাতার ব্যবস্থা করেন।

সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তার কথা রাখার জন্য ধন্যবাদ জানাই। আমরা তার আমলে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পেরেছি। তবে, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, অন্যসব যুদ্ধাপরাধীদের যেন আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।

সেক্টর কমান্ডা‘স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার বাংলানিউজকে বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছি। তাদের রক্তের ও মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অভাব অনটন দেখে কষ্ট লাগে। প্রধানমন্ত্রীর মন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করেন।

জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ কোনোদিন ভুলবার নয়। শ্রদ্ধা অবনত চিত্তে তাদের যুগ যুগ ধরে স্মরণ করে যেতে হবে। তবে শহীদ পরিবারকে ভাতা দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের। তবু আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শহীদ পরিবারের জন্য যাতে ভাতার ব্যবস্থা করা যায় সে বিষয়ে কথা বলবো।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।