ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিকশনারি থেকে দু’টি শব্দ বাদ দিতে বললেন অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ডিসেম্বর ৩, ২০১৫
ডিকশনারি থেকে দু’টি শব্দ বাদ দিতে বললেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: বাংলা অভিধান থেকে ‘হরিজন’ ও ‘দলিত’ শব্দ দু’টি বাদ দিতে বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো দলিত ও হরিজন নেই। বাংলা ডিকশনারি (অভিধান) থেকে এ শব্দ দু’টি বাদ দিতে বলবো।

সরকারের এই মেয়াদে প্রতিবন্ধীদের জন্য আলাদা বাজেট প্রণয়ন করা হবে জানিয়ে মুহিত বলেন, হয়ত আগামী বছর হবে না। তবে আমরা আমাদের টার্মে প্রতিবন্ধীদের জন্য পৃথক বাজেটের ব্যবস্থা করবো।

জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওই মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সাইদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।