ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, ডিসেম্বর ৩, ২০১৫
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে নানা কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: সক্ষমতার ভিত্তিতে সব প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন-এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। ৠালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা প্রমুখ।

সভা শেষে ১০ জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ারম্যান দেওয়া হয়। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।