ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিবরিয়া হত্যা

পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৯ ও ১০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৯ ও ১০ ডিসেম্বর

সিলেট: পর্যাপ্ত আসামি হাজির না থাকায় ফের পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিলো।

এদিন বিকেলে তিন সাক্ষী জসিম উদ্দিন, আলতাফ হোসেন ও আব্দুল খালেক সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হন।

কিন্তু কারাগারে থাকা ১২ আসামির সাতজনই উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন আদালতের বিচারক মকবুল আহসান।

আদালতের পিপি কিশোর কুমার কর বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র গৌসসহ পাঁচজনকে আদালতে উপস্থিত করা হয়। যে কারণে আদালতের বিচারক সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৯ ও ১০ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।

তিনি বলেন, আদালতে উপস্থিত তিন সাক্ষীর প্রত্যেকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যার দিন গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন।

গত ২ ও ৩ ডিসেম্বরের মতো এর আগে ৪, ১১, ১৯, ২১, ২৫, ২৮ ও ২৯ নভেম্বর আদালতে পর্যাপ্ত আসামি হাজির না থাকাসহ বিভিন্ন কারণে আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।  

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় ৩২ আসামির আটজন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় মারা যান অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।

হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।