ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে করণীয় ঠিক করতে আগামী ১৯ ডিসেম্বর (শনিবার) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে বৈঠক করার কথা রয়েছে।
এর আগে, নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে যা প্রয়োজন সব ব্যবস্থাই নেওয়া হবে।
তিনি দলগুলোকে আস্থা রাখার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ইসিতে তার কার্যালয়ে বলেছেন, সব দল ও প্রার্থীদের সবাইকে সমান সুযোগ দিতেই আচরণ বিধি করেছি। সেভাবেই এগিয়ে যাচ্ছি। কিন্তু নির্বাচন হওয়ার আগেই যদি কোনো দল অসন্তোষ ও অবিশ্বাস তৈরি করে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই।
তিনি বলেন, ইসির প্রতি আস্থা রেখেই দলগুলো ও প্রার্থীকে সুবিধা-অসুবিধার কথা জানাতে হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো প্রার্থীকেই যেন কোনো বাধার মুখে পড়তে না হয়। আশা করি, কোনো প্রার্থীই কোনো প্রকার বাধার শিকার হবেন না।
দেশের নির্বাচন উপযোগী ২৩৫টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩৫টি মেয়র, ৭৪২টি সংরক্ষিত কাউন্সিলর পদ ও ২৯৬১টি সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এক্ষেত্রে মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট নেবে ইসি।
নির্বাচনে প্রায় ৩ হাজার ৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। পুরুষ ভোটার রয়েছেন প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। নির্বাচনে ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন ভোটগ্রহণ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
ইইউডি/আইএ