ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অসাম্প্রদায়িকতার প্রত্যয়ে বিজয় উৎসবের সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বগুড়ায় অসাম্প্রদায়িকতার প্রত্যয়ে বিজয় উৎসবের সমাপনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বগুড়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত পাঁচ দিনব্যাপী বিজয় দিবস উৎসব শেষ হয়েছে।
 
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় উৎসবের সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিরোধী দলীয় হুইপ ও বগুড়া সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর।


 
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা উদীচী সংসদের সভাপতি ফিজু চৌধুরী, জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, আতিকুর রহমান মিঠু, মতিয়ার রহমান, আছাদ হোসেন, জোটের সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক শুভ ইসলাম, প্রচার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য শাহনাজ পারভিন, আসাদুর রহমান খোকন, প্রনব সান্ন্যাল, হাকীম এম এ মজিদ মিয়া প্রমুখ।
 
অনুষ্ঠানে এইচ আলিম সম্পাদিত জোটের ত্রৈ-মাসিক পত্রিকা ‘শৈল্পিক’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি নুরুল ইসলাম ওমর।
 
এ সময় প্রধান অতিথি বলেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। এজন্য আধুনিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় নিজেদের এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করেত হবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জোটের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, মির্জা আহছানুল হক দুলাল, আব্দুল খালেক, আব্দুল মোবিন জিন্নাহ, শ্যামল বিশ্বাস, অমরেশ মুখার্জি, মনসুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
 
সমাপনী দিনে ভৈরবী সংগীত একাডেমি, সুরের ছোঁয়া সংগীত নিকেতন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সংশপ্তক থিয়েটার, কাহালু থিয়েটার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
 
এর আগে কৈচড়ে জোটের বিজয় দিবসে সভাপতিত্ব করেন- ফাঁপোড় ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন- জিনাত জাহান খানম পাতা, আসাদুর রহমান খোকন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্বপ্নচূড়া শিল্পীগোষ্ঠী ও করতোয়া নাট্যগোষ্ঠী।
 
গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের মধ্যে দিয়ে পাঁচ দিনের এই বিজয় উৎসব শুরু হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শহরের ১৪টি স্থানে বিজয় দিবস পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।