ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
রাজধানীতে গৃহবধূর ‘আত্মহত্যা’ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকায় আন্না বেগম (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে শ্যামপুর মিরহাজীরবাগ (পাইব রাস্তা) এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতের স্বামীর নাম আব্দুল মান্নান।

নিহতের খালা রিনা আক্তার বাংলানিউজকে জানান, বিকেলে আন্না বেগম তার বাবার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিনা আক্তার আরও জানান, সকালে আন্না তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাসায় আসেন। সেখানে এসেও তার স্বামী ঝগড়া করেন। এ ঘটনার জের ধরে আন্না আত্মহত্যা করেছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজ্জামেল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এজেডএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।