ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ চিপস, জুস, ক্যান্ডি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
রাজধানীতে মেয়াদোত্তীর্ণ চিপস, জুস, ক্যান্ডি জব্দ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পূর্ব আগারগাঁওয়ের ভাঙ্গা ব্রিজ এলাকার (২৪৬/১/বি/৮) বহুতল ভবনের ছয় তলায় একটি গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিদেশি চিপস, জুস, ক্যান্ডি ও সস জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।



এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। তিনি বাংলানিউজকে জানান, জব্দকৃত চিপস, জুস, ক্যান্ডি ও সস মেয়াদোত্তীর্ণ। এসব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যা সুপারশপগুলোতে সরবরাহ করা হয়।

দুপুর থেকে এ অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ৪টার দিকে অভিযান চলছিলো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫/ আপডেট: ১৬১০ ঘণ্টা
এনএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।